গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ সভানেত্রীর দেশ ছাড়ার খবরে দলটির মন্ত্রী-এমপি, নেতাকর্মীরাও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কেউ কেউ দেশের ভেতরেই আত্মগোপনে চলে যান। যাদের একজন ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তার।
শনিবার (৭ জুন) ছিল ফেরদৌসের ৫১তম জন্মদিন। দিনটিতেও কোথাও কোনো খোঁজ নেই এই নায়কের। যদিও এক বছর আগে চিত্রটি ছিল ভিন্ন।
জন্মদিন বেশ আয়োজন করেই উদযাপন করেছিলেন তার ভক্ত-অনুরাগীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় তারকার ছবি পোস্ট করে তাকে শুভেচ্ছা জানিয়ে ছিলেন নায়কের সহকর্মীরা। কেউ কেক কেটেও উদযাপন করেছেন। তবে এবার আর সেই চিত্র দেখা যায়নি।
তবে এদিন ফেরদৌসকে ভুলেননি আরেক চিত্রনায়ক সাইমন সাদিক। ফেরদৌসের সঙ্গে একটি ছবি পোস্ট করে আক্ষেপ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাইমন। যেখানে তিনি বলেছেন, ফেরদৌসের পাশে যেই মৌমাছিগুলো ছিল তারা আসলে মাছি।
ফেরদৌসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সাইমন তার ফেসবুক পোস্টে লেখেন, ‘কত মৌমাছি ছিল আপনার পাশে! তারা আসলে মৌমাছি না, মাছি ছিল ভাইয়া! যারা মৌ বনে নিজেকে উৎসর্গ করেছিল জোক হয়ে! অসময়ে সব আমাদের চোখে তারকাটা হয়ে বিধছে! গত বছর এই দিনে টাইমলাইন জুড়ে শুধু আপনিই ছিলেন! আজ তারা হরহামেশাই ভুলে গেছে যে, আজ অভিনেতা ফেরদৌস আহমেদের জন্মদিন। ভবিষ্যতে এটা উদাহরণ হয়ে থাকবে ভাইয়া।
আপনার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া ভাইয়া।’
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই লাপাত্তা ফেরদৌস। এখন পর্যন্ত কোনো খোঁজ মেলেনি নায়কের। মাঝে গুঞ্জন শোনা যায় যে কলকাতায় ঋতুপর্ণার বাড়িতে আশ্রয় নিয়েছেন ফেরদৌস। তবে ঋতুপর্ণা বিষয়টি অস্বীকার করে জানান, তিনিও ফেরদৌসকে নিয়ে চিন্তিত। তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। আগস্টের পর থেকে এখনও আড়ালেই রয়েছেন এই চিত্রনায়ক।