মামলা না নেওয়ায় আশুলিয়া থানার ওসি বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট ::

 

শাওন নামে একজনকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাতের প্রমাণ থাকা সত্ত্বেও মামলা না নেওয়ায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

বুধবার (৪ জুন) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্তের তথ্য জানানো হয়।

 

 

 

 

প্রজ্ঞাপনে বলা হয়, ওসির বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের মাত্রা বিবেচনা করে তাকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্ত করার সময়ে তিনি ঢাকা রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক খোরাকি ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

 

 

 

আদালত সূত্রে জানা যায়, ২৯ মে এ ঘটনায় ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আশুলিয়া আমলি) মো. তাজুল ইসলাম সোহাগের আদালতে একটি নালিশি মামলা দায়ের করেন ভুক্তভোগী শাওনের ভাই রুবেল শিকদার। যেখানে ১১ জনকে আসামি করা হয়।

মামলায় দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩৪১/৩০৭/৩২৬/৩৭৯/৫০৬/৩৪ ধারার অভিযোগ আনা হয়।

 

মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, শিপলু ভূঁইয়াসহ নামীয় ১১ জন ও অজ্ঞাতপরিচয় ১৫ জন আসামি ছিনতাই করার উদ্দেশ্যে গত ১৮ মে শাওনের পথরোধ করে।

ছুরি ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। ছুরিকাঘাতে শাওনের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। এ বিষয়ে থানায় মামলা করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা নেননি।

আদালত অভিযোগের গভীরতা অনুধাবন করে নালিশি মামলার অভিযোগকে সাত দিনের মধ্যে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

 

বিচারক আদেশে আরও বলেন, উল্লিখিত দায়সারা ও অবহেলাপূর্ণ আচরণে ভারপ্রাপ্ত কর্মকর্তা, আশুলিয়া থানা, ঢাকা জেলাকে দ্য পুলিশ অ্যাক্ট ১৮৬১ এর ধারা ২৯ অনুযায়ী কর্তব্য লঙ্ঘন এবং ইচ্ছাকৃত অবহেলা এর নিমিত্তে কেন আইনি ব্যবস্থা নেওয়াসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে না, মর্মে আদেশ প্রাপ্তির সাতদিনের মধ্যে লিখিত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো।

 

আদেশের অনুলিপি ঢাকার জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের প্রদান করা হয়। আদালতের আদেশের পর ৪ জুন মামলাটি রেকর্ড করে আশুলিয়া থানা পুলিশ। একইদিনে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব আল হোসাইনকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে পুলিশ সদরদপ্তর।

 

ভুক্তভোগী মো. শাওন আশুলিয়ার জামগড়া এলাকার মো. শাহিন শিকদারের ছেলে।