আর মাত্র দুই দিন পর উদ্যাপিত হতে যাচ্ছে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। কোরবানির ঈদকে ঘিরে এরই মধ্যে জমতে শুরু করেছে রাজধানীর সবচেয়ে বড় স্থায়ী পশুর হাট গাবতলী।
এবার এই হাটে বড় ও মাঝারি গরু বেশি, ছোট গরু কম।
ব্যাপারীরা বলছেন, ক্রেতারা ও দর্শনার্থীরা আসছেন তবে এখনও পুরোদমে বিক্রি শুরু হয়নি।
তারা দাম-করেছেন, কিনছে কম। আশা করছি আগামীকাল বিক্রি শুরু হবে।
বুধবার (৪ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর গাবতলী স্থায়ী পশুর হাটে এমন চিত্র দেখা যায়।
এ দিন হাটে গিয়ে দেখা যায়, হাটের স্থায়ী ও অস্থায়ী দুই অংশই কোরবানির পশুতে ভরে গেছে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় গবাদি পশু নিয়ে এসেছেন ব্যাপারীরা। হাটে বড় ও মাঝারি গরু বেশি দেখা যায়। তবে হাটে ছোট গরু কম দেখা গেছে।
কুষ্টিয়ার ব্যাপারী আরমান আলী বলেন, এবার হাটে ৩০টি গরু এনেছি। এর মধ্যে তিনটি বিক্রি হয়েছে। সব বড় সাইজের। হাটে মানুষ অনেকে এলেও বেশিরভাগ দেখতে এসেছে। গরুর দাম শুনলেও বিক্রির দাম বলছে না। যাদের রাখার জায়গা আছে তারাই এখন গরু কিনছে। যাদের জায়গা নেই তারা ঈদের এক-দুই দিন আগে কিনবেন।
আরেক বিক্রেতা মো. জাহাঙ্গীর বলেন, মানিকগঞ্জের সিংগাইর থেকে ১৬টি গরু আনছি গতকাল। আজকে পর্যন্ত একটিও বিক্রি করতে পারিনি। এবার গরুর দাম বেশি, তাই বেচাকেনা এখনো পুরোপুরি জমেনি। মানুষ ভাবছে শেষের দিকে দাম কমবে।
মিরপুর-১০ থেকে গরু দেখতে গাবতলী হাটে এসেছেন ব্যবসায়ী এনায়েত হোসেন। তিনি বলেন, হাট মোটামুটি জমে উঠেছে। তাই আজকে চলে এলাম গরু কিনতে। পছন্দ হলে আজকেই কিনে নিয়ে যাব। তবে এবার গরুর দাম বেশি।
আগারগাঁও তালতলা থেকে এসেছেন বেসরকারি চাকরিজীবী কালকে মো. আলী বলেন, আমি গত ৩০ বছর যাবত গাবতলী হাটে এসে গরু কিনি। গত বছরের তুলনায় এবার কোরবানি কম হবে। বিগত সরকারের ৩০০ এমপি, মন্ত্রী ও পাতিনেতারা একাধিক কোরবানি দিতেন। এবার তো তারা আর কোরবানি দেবেন না।
তিনি বলেন, আমি আজকে হাটে এসেছি গরু দেখতে। আজকে মন মতো আর আমার বাজেটের মধ্যে না পেলে কিনব না। আগামীকাল (বৃহস্পতিবার) গরু কিনব। গতবারের তুলনায় এবার একটু দাম বেশি। গাবতলীর হাটে বড় আর মাঝারি গরু বেশি। ছোট করে খুব কম দেখেছি







