আট অঞ্চলে বজ্রঝড়ের সতর্কতা

সিনিয়র করেসপন্ডেন্ট ::

 

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে বজ্রঝড় বয়ে যেতে পারে। তাই সে সকল এলাকার জন্য সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস।

 

সোমবার (০২ জুন) সকালে এমন পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

 

পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ২ টার মধ্যে কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, লক্ষ্মীপুর, বরিশাল, ভোলা, নোয়াখালী ও ফেনী জেলার কিছু স্থানে (পুনরায়) দমকা/ঝড়ো হাওয়াসহ বজ্রপাত/বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

 

বজ্রপাতের সময়, ঘরের বাইরে যাবেন না।

 

অন্য এক পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, কুষ্টিয়া, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে

 

বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

 

এসব এলাকার নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।