আদালতের নির্দেশনা পেলে জামায়াত-ইশরাক নিয়ে সিদ্ধান্ত: ইসি সচিব

সিনিয়র করেসপন্ডেন্ট ::

 

আদালতের নির্দেশনা পাওয়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। একইভাবে বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ নিয়েও সিদ্ধান্ত দেবে সংস্থাটি।

 

রোববার (০১ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ এসব কথা জানান।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন দিতে আদালতের রায় এসেছে, আপনারা কী করবেন, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এখন পর্যন্ত জামায়াতের নিবন্ধন এবং প্রতীকের বিষয়ে আমরা কোনো পর্যবেক্ষণ পাইনি।

 

পর্যবেক্ষণ পাওয়ার পর আইনিভাবে যা প্রযোজ্য, সে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, জামায়াতের প্রতীকের বিষয়েও বলছি, আইনগতভোবে যেভাবে প্রাপ্য, সেভাবেই পাবে।

 

প্রতীকের বিষয়ে তাদের নিবন্ধনের বিষয়ে কী পর্যবেক্ষণ আছে, ডকুমেন্ট না থাকলে প্রাতিষ্ঠানিকভাবে আমার কিছু বলার থাকে না।

ইশরাকের বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে বলেছেন আদালত, আপনারা কী ভাবছেন, এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ইশরাকের বিষয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ আমরা পাইনি।

 

কিছু পর্যবেক্ষণ এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেভাবে ব্যবস্থা নেব। আমি আবারও বলছি, কোনো কাগজ না পাওয়ার পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে পারব না। আমরা কাগজটা পাওয়ার পর পর্যবেক্ষণ দিতে পারব।

আজ ইশরাকের মেয়র পদের শেষ দিন- বিষয়টি তোলা হলে ইসি সচিব বলেন, এ বিষয়েও আমার একই কথা। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে কোনো কাগজ না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। কোন দিকে বিষয়টি গড়াবে, তা কমিশন সিদ্ধান্ত নেবে। কমিশনের সে এখতিয়ার আছে। তবে কাগজ না পেলে কী করে সিদ্ধান্ত নেবে?

 

এর আগে ২০১৩ সালে করা এক মামলায় আদালত জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করলে নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন বাতিল করে। এ ছাড়া ট্রাইব্যুনালের রায়ে সম্প্রতি ইশরাক হোসেন ডিএসসিসির মেয়র পদে নির্বাচিত ঘোষিত হলে তা বিরোধিতা করে রিট আবেদনের ওপর আপিল বিভাগ বিষয়টিতে ইসিকে সিদ্ধান্ত দিতে বলে।