বৈরী আবহাওয়ার সুযোগে ফেনী সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন

স্টাফ করেসপন্ডেন্ট, ফেনী ::

 

বৈরি আবহাওয়ার সুযোগে ফেনীর ছাগলনাইয়ার মটুয়া সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৩০মে) ভোর রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

 

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, সকাল ৯টার দিকে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) ছাগলনাইয়া বিওপির টহলদল মটুয়া এলাকায় একটি পরিত্যক্ত ঘরের মধ্যে ১৩ জনকে দেখতে পায়। তদের দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়।

 

তাদের মধ্যে পুরুষ চারজন, নারী তিনজন ও শিশু ছয়জন।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন সময় ইট-ভাটার কাজ করার জন্য ভারতে প্রবেশ করেন।

 

রাত ৩টার দিকে বৈরী আবহাওয়ার সুযোগে বিএসএফ তাদের হাত ও চোখ বেঁধে নিয়ে আসে। পরে বাঁধন খুলে তাদের বাংলাদেশে পুশ-ইন করে।

দুর্যোগপূর্ণ আবহাওয়া, রাতে অন্ধকার থাকায় এবং এলাকা না চেনায় ওই ১৩ জন মটুয়া এলাকায় পরিত্যক্ত একটি বাড়িতে অবস্থান করেন।

 

আটকরা হলেন- মো. আলতাফ (৩৯), মোমিনা বেগম (৩২), মো. আমিনুল ইসলাম (৩৮), উর্মি বেগম (২৯), ওহিদুল ইসলাম (১১), মো. রেজাউল হক (৯), আরিফা আক্তার (৩), মোমিনুল হক (৩৫), শেফালী বেগম (৩০), মনিজা আক্তার (১৩), মনজু আক্তার (১০), রমজান আলী (৩ মাস) ও মো. ইশরাক হোসেন (৪০)।

 

তাদের ছাগলনাইয়া থানায় নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। জেলা প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে। বিজিবি জানায়, কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন বিএসএফ কোম্পানি কমান্ডারের কাছে মৌখিক প্রতিবাদ জানিয়েছেন এবং প্রতিবাদলিপি পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।