জার্মানিতে এক নারীর ছুরিকাঘাতে ১৭ জন আহত

আন্তজার্তিক ডেস্ক::

 

জার্মানির হামবুর্গে একটি ব্যস্ত রেল স্টেশনে ছুরিকাঘাতের ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

শুক্রবার (২৩) সন্ধ্যায় শহরের মূল ট্রেন স্টেশনে ভিড়ের মধ্যেই এ হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই ৩৯ বছর বয়সী এক জার্মান নারীকে ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ।

 

 

হামবুর্গ পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান আবেনসেথ জানিয়েছেন, পুলিশ সদস্যরা ওই নারীর কাছে গেলে তিনি কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই আত্মসমর্পণ করেন।

 

প্রাথমিক তদন্তে জানা গেছে, এ ঘটনার পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই।

 

বরং সন্দেহ করা হচ্ছে, ওই নারী মানসিক সংকটের মধ্যে ছিলেন।

হামলার পর স্টেশনের চারটি প্ল্যাটফর্ম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

 

জার্মান রেল কর্তৃপক্ষ ডয়চে বান এক বিবৃতিতে জানিয়েছে, এই নির্মম হামলায় আমরা গভীরভাবে মর্মাহত।

হামলার ঘটনায় দেশটির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ হামবুর্গের মেয়রের সঙ্গে ফোনে কথা বলে দুঃখ প্রকাশ করেছেন।

 

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে জার্মানিতে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি সহিংস হামলার ঘটনা ঘটেছে, যা দেশটির জননিরাপত্তা ইস্যুকে আবারও সামনে এনে দিয়েছে। সপ্তাহ খানেক আগে বিটেলফেল্ড শহরের একটি বারে ছুরিকাঘাতে চারজন আহত হন। সে ঘটনায় রক সিরীয় নাগরিককে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।

 

সূত্র: আল জাজিরা