আবদুল হামিদের পলায়নের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিশন 

স্পেশাল করেসপন্ডেন্ট ::

 

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দুইবারের রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আবদুল হামিদের গোপনে দেশ থেকে পলায়নের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

 

রোববার (১১ মে) স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

 

 

তিনি জানান, শিক্ষা উপদেষ্টা সি আর আাবরারের নেতৃত্বে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে ওই কমিশনকে। এই ঘটনায় জড়িত সবাইকে শাস্তির আওতায় আনবে সরকার।

 

গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। জনরোষের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ থেকে পালিয়ে ভারতে চলে যান দলটির প্রধান শেখ হাসিনা।

 

জাতিসংঘের হিসাব মতে, ওই অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার নির্দেশে নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারদের হামলাসহ সহিংসতায় এক হাজার চারশ’ জন নিহত হন। আহত হন হাজার হাজার মানুষ।

 

যাদের মধ্যে কেউ পঙ্গুত্ব বরণ করেছেন, কেউ হারিয়েছেন চোখের আলো।

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তাদের বিচার দাবিতে সোচ্চার ছিলেন অভ্যুত্থানে সক্রিয় ছাত্র-জনতা। কিন্তু বিভিন্ন সময়ে হত্যা মামলার আসামি আওয়ামী লীগের লোকজন গোপনে দেশ ছেড়ে পালালে ক্ষোভ ঝাড়তে থাকে ছাত্র-জনতা। এর মধ্যে গত ৭ মে গভীর রাতে চুপিসারে আওয়ামী লীগ আমলের দুইবারের রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আবদুল হামিদ দেশত্যাগ করেন। এ নিয়ে দেশজুড়ে তোলপাড় হয়।

 

পরে এ ঘটনায় কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করা হয়। এছাড়া আরও একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।