আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভকারীদের মুহুর্মুহু স্লোগানে উত্তাল শাহবাগ। শুক্রবার (৯ মে) বিকেল ৪ টা ৪৫ নাগাদ বিক্ষোভকারীরা শাহবাগ মোড় অবরোধ করেন।
এসময় তারা ‘ব্যান আওয়ামী লীগ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না ঢাকা, মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে ন ‘, ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ নানা স্লোগান দেন।
এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশের মঞ্চ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দেওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
একইসঙ্গে তিনি শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেন। হাসনাত আবদুল্লাহর ঘোষণার পর উপস্থিত আন্দোলনকারীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন এবং বিকেল ৪ টা ৪৫ মিনিটে শাহবাগ অবরোধ করেন।
এ সময় এই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এনসিপি নেতা আশরাফ মাহাদীর কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আজ শুক্রবার (৯ মে) দুপুর পৌনে তিনটার দিকে এই সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, অভ্যুত্থানের এতদিন পর আমাদের বোঝাতে হচ্ছে কেন নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে কোন কারণে রাজনৈতিক দল মনে হয়?
তিনি বলেন, (নিষিদ্ধের বিষয়ে) প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি। অধ্যাপক ইউনূস, আলোচনা করতে হবে শহীদ ওয়াসিমের মায়ের সঙ্গে, আবু সাঈদের বাবার সঙ্গে, মুগ্ধের ভাইয়ের সঙ্গে। যাদের রাজনৈতিক কারণে (হাসিনার সরকার) তুলে নিয়ে গিয়েছে, তাদের সঙ্গে। ইলিয়াস আলীর স্ত্রীর সঙ্গে।







