হাসনাতের ওপর হামলা: ১০০ জনের নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট ::

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ১০০ জনের নামোল্লেখ করে এবং আরও অজ্ঞাত আসামি করা হয়েছে।

 

সোমবার (৫ মে) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলার সদস্য আল আমিন বাদী হয়ে বাসন থানায় মামলাটি দায়ের করেন।

 

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান জানান, রোববার (৪ মে) সন্ধ্যায় গাজীপুর থেকে ঢাকায় যাচ্ছিলেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

 

একপর্যায়ে তিনি গাড়িতে করে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছান। এ সময় মোটরসাইকেল নিয়ে এসে তার ওপর হামলা চালানো হয়।

এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলার সদস্য আল আমিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ১শ জনের নামোল্লেখ করে আরও অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

 

এ ঘটনার পর অভিযান চালিয়ে ৪৩ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।