গত কয়েকদিন থেকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে তাপমাত্রাও ওঠানামা করছে। ফলে বৃষ্টিহীন অঞ্চলে গরম অনুভূত হচ্ছে বেশি। আবার বৃষ্টিপাত হলে ওই অঞ্চলে আবহাওয়া আরামদায়ক থাকছে।
শনিবার ঢাকার ৫ জেলায়, চট্টগ্রামের ৮ জেলায় ও বরিশাল বিভাগের ২ জেলায় বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে সন্দ্বীপে।
আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহজুড়ে তাপমাত্রা ওঠানামা করবে। আবার সঙ্গে বিরতি দিয়ে বৃষ্টি হবে। একটানা বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই।
রোববার (৪ মে) দুপুরে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, এই সপ্তাহে বিচ্ছিন্নভাবে দু-এক জেলায় তাপমাত্রা ৩৬ ডিগ্রির ওপরে উঠতে পারে। তবে তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা কম।
তিনি বলেন, এই সপ্তাহের শেষে বৃষ্টিপাত আরও কমে যাবে। আগামী সপ্তাহে ফের মৃদু তাপপ্রবাহ হতে পারে। তবে তাপপ্রবাহ কয়দিন বয়ে যাবে, সেটা বলার সময় এখনো আসেনি।
রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসময় সারাদেশে দিন ও রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিমলায় ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.১ ডিগ্রি সেলসিয়াস।







