আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশে জেলা ৩ এর আওতাধীন এপেক্স ক্লাব অব নোয়াপাড়ার ৪৭ মত পালাবদল ও ক্লাবের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান ২ মে সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম ক্লাব লিমিটেডে ( ফ্যামিলি ডাইনিং ) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের চেয়ারম্যান এপেক্সিয়াব এডভোকেট এরশাদুর রহমানের রিটুর পরিচালনায় ও ক্লাবের সদ্য অতীত সভাপতি এপেক্সিয়ান মোহাম্মদ সেলিম উদ্দিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান মোহাম্মদ মনিরুল ইসলাম মনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি এপেক্সিয়ান মোঃ বেলাল হোসেন ।
আরো উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের অতীত জাতীয় সভাপতি ও লাইভ গভর্নর এপেক্সিয়ান ডাক্তার জবিউল হোসেন, এপেক্স বাংলাদেশের অতীত জাতীয় সভাপতি ও লাইভ গভর্নর এপেক্সিয়ান মহিউদ্দিন শাহ আলম নিপু, এপেক্স বাংলাদেশের অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান ইলিয়াছ জসিম, এপেক্স বাংলাদেশের ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ডাইরেক্টর এপেক্সিয়ান মোঃ নজরুল ইসলাম, এপেক্স বাংলাদেশের জেলা ৩ এর জেলা গভর্নর এপেক্সিয়ান সরোয়ারউজ্জামান চৌধুরী, এপেক্স বাংলাদেশের জেলা ৩ এর সদ্য অতীত জেলা গভর্নর এপেক্সিয়ান জামাল হোসেন বিভিন্ন ক্লাবের লাইভ মেম্বার বৃন্দ।
ন্যাশনাল অফিসিয়ালবৃন্দদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় বোর্ড এর সদস্যবৃন্দ এপেক্স বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত জেলা গভর্নরবৃন্দ এপেক্স ক্লাব অব নোয়াপাড়া সিনিয়র এপেক্সিয়ান মোহাম্মদ আলমগীর, এপেক্সিয়ান অ্যাডভোকেট কামাল উদ্দিন, এপেক্সিয়ান এডভোকেট নুরুল আরিফ চৌধুরী, এপেক্সিয়ান এডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম, এপেক্সিয়ান শেখ আখতারুজ্জামান পারভেজসহ এপেক্স ক্লাব অব নোয়াপাড়া সকল বোর্ড মেম্বার ও সদস্য বৃন্দ প্রথম অধিবেশন শুরু হয়
দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় বর্তমান ক্লাব সভাপতি এপেক্সিয়ান আসাদ রাসুল চৌধুরী পরিচালনায়।
উক্ত পালা বদল ও সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বিভিন্ন ক্লাব থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক সহ শতাধিক এপেক্সিয়ানদের উপস্থিতিতে জমকালো অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়।







