গাজায় আরও ৩১ ফিলিস্তিনি নিহত 

আন্তর্জাতিক ডেস্ক  ::

 

গাজায় ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার সারাদিনে অন্তত ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি শুক্রবার ভোরে চালানো হামলাতেও আরও মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

 

হাসপাতাল সূত্রগুলোর বরাতে আল জাজিরা এমন খবর জানিয়েছে।

 

আল জাজিরার সংবাদদাতা গাজা থেকে জানান, ইসরায়েল ৬০ দিন ধরে গাজায় ত্রাণ ঢুকতে দিচ্ছে না।

 

 

এটা সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার জন্যই করা হচ্ছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় যুদ্ধের মূল লক্ষ্য ইসরায়েলি বন্দিদের নিরাপদে ফিরিয়ে আনা নয়, বরং শত্রুদের পরাজিত করা।

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের চলমান হামলায় এ পর্যন্ত অন্তত ৫২ হাজার ৪১৮ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৮ হাজার ৯১ জন আহত হয়েছেন।

 

আর গাজা সরকার পরিচালিত মিডিয়া অফিস জানায়, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজারো মানুষকেও মৃত ধরে নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।