রাজধানীর সিদ্ধেশ্বরীতে প্রকাশ্য রাস্তায় প্রাইভেটকারে করে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক নারী। শনিবার (২৬ এপ্রিল) সকালে গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে ঘটনাটি ঘটে।
এতে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আঘাত পেয়েছেন ভুক্তভোগী।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সেখানে দেখা যায়, শাড়ি পরা, হাতে একটি ভ্যানিটি ব্যাগ ও একটি ট্রলি ব্যাগসহ ওই নারী রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি সাদা রঙের প্রাইভেটকার তার সামনে এসে থামে।
গাড়ির সামনের বাঁ পাশের জানালা দিয়ে এক ব্যক্তি হাত বাড়িয়ে ভ্যানিটি ব্যাগটি টান দেন।
ব্যাগের টানে ভুক্তভোগী মাটিতে পড়ে যান।
ছিনতাইকারীদের গাড়ির গতি বাড়িয়ে তাকে টেনেহিঁচড়ে বেশ কিছুটা দূর পর্যন্ত নিয়ে যায়। তার সঙ্গে থাকা ট্রলি ব্যাগটি ঘটনাস্থলে পড়ে থাকে।
ভিডিও ফুটেজে আরও দেখা যায়, ঘটনার সঙ্গে সঙ্গেই আশপাশের তিন ব্যক্তি দৌড়ে এগিয়ে আসেন। তাদের মধ্যে একজন ট্রলি ব্যাগের সামনে দাঁড়ান এবং বাকি দুজন আহত নারীর দিকে ছুটে যান। ভিডিওর ৫০ সেকেন্ডের মাথায় দেখা যায়, ভুক্তভোগী নারী উঠে দাঁড়িয়ে উপস্থিত চারজনের সঙ্গে কথা বলছেন এবং হাতের কনুইয়ে আঘাতের চিহ্ন দেখাচ্ছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে আমরা অবগত হয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি। আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।







