রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর দেড়টার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের নামফলক খুলে নেয়।
এর আগেও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, দুপুর ১২টার পর থেকেই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং একপর্যায়ে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।
পুলিশ একাধিকবার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। ফলে বিরতি দিয়ে কয়েক দফা সংঘর্ষ ঘটে।
এতে উভয় কলেজের একাধিক শিক্ষার্থী আহত হন এবং আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
দুপুর দেড়টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয় এবং একপর্যায়ে সিটি কলেজের নামফলক খুলে নিয়ে যায়।
বর্তমানে নিউ মার্কেট এলাকার পরিস্থিতি থমথমে এবং উত্তেজনাপূর্ণ। পুরো এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। সংঘর্ষের কারণে পথচারী ও সাধারণ মানুষজন রাস্তাটি ব্যবহার করতে ভয় পাচ্ছেন।
রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম বলেছেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বাড়ার পর সংঘর্ষ হয়। হামলার ঘটনাও ঘটেছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের নামফলক খুলে নিয়ে গেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।