শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন

সিনিয়র করেসপন্ডেন্ট  ::

 

ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক তিনটি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।

 

শনিবার (১৯ এপ্রিল) পুলিশ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।

 

রেড নোটিশ জারির বিষয়টি প্রক্রিয়াধীন আছে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর।

 

তিনি বলেন, বিজ্ঞ আদালত, বিজ্ঞ প্রসিকিউশন অথবা তদন্তকারী সংস্থার অনুরোধের প্রেক্ষিতে পুলিশ হেড কোয়ার্টার্সের এনসিবি শাখা ইন্টারপোলে রেড নোটিশ আবেদন দাখিল করে থাকে। মামলা ও তদন্তে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতেই এই আবেদন করা হয়ে থাকে।

বিদেশে পালিয়ে থাকা আসামিদের অবস্থান শনাক্ত করতে ইন্টারপোল সহযোগিতা করে থাকে, তবে বিদেশে পলাতক ব্যক্তিদের সম্ভাব্য অবস্থান নিশ্চিত হওয়া গেলেও তা ইন্টারপোলকে জানানো হয়।