গাজীপুরে ট্রেন লাইনচ্যুত ঢাকা-রাজশাহী লাইনে ট্রেন চলাচল বন্ধ 

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর ::

 

গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর ঢাকা-রাজশাহী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

 

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নাদির-উজ-জামান জানান, সালনা এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়।

 

এ ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরে লাইনচ্যুত চারটি বগি রেখেই ট্রেনটি চলে যায়।

এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দ্রুত সময়ের মধ্যেই রেললাইন থেকে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

তবে দ্রুত সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।