২৪ বছর পর বরগুনার মান্নুর জীবনে ফিরলেন ডেনমার্কের রোমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বরগুনা ::

 

বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুল আলম মান্নু ১৯৯৭ সালে বিয়ে করেন ডেনমার্কের কোপেন হেগেনের তরুণী রোমানা মারিয়া বসিকে। বিয়ে করে নিয়ে আসেন বাংলাদেশে।

 

বাংলাদেশে তিন বছর সংসার করার পর রোমানা ফিরে যান নিজ দেশে। এরপর তাদের আর কোনো যোগাযোগ হয়নি।

 

যোগাযোগ বন্ধ থাকলেও রোমানাকে ফিরে পাওয়ার আশা ছাড়েননি মান্নু, আর বিয়ে না করে ছিলেন অপেক্ষায়।

 

দীর্ঘ ২৪ বছর অপেক্ষার পরে ফেসবুকের মাধ্যমে রোমানা মারিয়া আবার খুঁজে পান মান্নুকে।

 

এরপরই তাদের ভালোবাসা পুনরায় পূর্ণতা পায়। তিনি আবার চলে আসেন বরগুনায়।

 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ডেনমার্ক থেকে ঢাকায় এসে বিকেল ৫টার দিকে মাহবুবুল আলম মান্নুর সঙ্গে বাসে করে বরগুনায় আসেন রোমানা। পরে সন্ধ্যায় মান্নুর পরিবারের সদস্যদের উপস্থিতিতে আবার তাদের বিয়ে হয়।