মহুয়া ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট ::

 

মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনে লাগা আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

 

 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় ওই ট্রেনের একটি বগিতে আগুন লাগে। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে।

 

 

পরে ট্রেনটি থামানো হয়।

আগুনের এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

তবে ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সাতখামাইর রেলস্টেশন সূত্রে জানা যায়, ট্রেনের পাওয়ার কারে আগুন লাগে।

 

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শ্রীপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রেজাউল করিম বলেন, বেলা ১১টা ১১ মিনিটে আমরা ট্রেনে আগুন লাগার খবর পাই। আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপন করে।

 

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের কর্মকর্তা বেলাল আহমেদ বলেন, ১১টা ১১ মিনিটে আমরা ট্রেনের জেনারেটরের বগিতে আগুন লাগার খবর পাই। দুটি ইউনিটের চেষ্টায় ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

 

আগুনের এই ঘটনায় কেউ আহত হননি বলেও জানান তিনি