আনোয়ারা গহিরা প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের দুবাই ইন্টারন্যাশনাল সিটিতে গত ৩১ মার্চ সোমবার ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের অন্যতম সদস্য ম. আরিফুর রহমান ঝিনুক এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন শহিদুল আলম।
বক্তব্য রাখেন কবির আহম্মদ, শহিদুল আলম, সিরাজ, আজাদ, সোহেল, আবু বক্কর, ফারুক, ইয়াসিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আনোয়ারা গহিরা প্রবাসী ফাউন্ডেশন আনোয়ারায় একটি ঐতিহ্যবাহী সংগঠন হিসেবে দাঁড়াতে চায়। আনোয়ারার শিক্ষা -সামাজিক-সাংস্কৃতিক উন্নয়নে আমরা বদ্ধপরিকর।
সভায় উপস্হিত ছিলেন রেজাউল করিম, পাবেল, ইদ্রীস, সেলিম, মন্জুর, মফিজ, জামাল, সাজ্জাদসহ আরও অনেকে ।
সবশেষে আরিফুর রহমান ঝিনুক এর সমপনী বক্তব্য ও কবির আহমেদ এর মোনাজাত এর মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। খবর বিজ্ঞপ্তির।







