লোহাগাড়ায় সড়কে নিহত বেড়ে ১০

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম ::

 

জেলার লোহাগাড়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। বুধবার (০২ এপ্রিল) সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

 

বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র বলেন, ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাসের সাত যাত্রী। হাসপাতালে আহত তিনজনকে নিয়ে যাওয়া হয়।

 

 

চিকিৎসাধীন অবস্থায় তিনজনই মারা যান।

তিনি জানান, তিনজনের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

 

 

হাসপাতালে মারা যাওয়া তিনজনের নাম জানা গেছে। তারা হলেন, সাধনা মণ্ডল, দিলীপ বিশ্বাস ও অর্ক বিশ্বাস।

এর আগে দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুর হোসেন বাংলানিউজকে জানান, চট্টগ্রামমুখী রিল্যাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন।

 

দুর্ঘটনায় হতাহত সবার নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

 

গত সোমবার সকাল সাড়ে ৭টার দিকে চুনতি এলাকায় বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে পাঁচজন নিহত ও ১২ জন আহত হন