উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয় ‘প্রাক্তন ছাত্র পরিষদ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ::

উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল ও আলোচনা সভা- ২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২১ মার্চ) নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিল সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি আব্দুল জব্বার।

এতে বক্তব্য রাখেন উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.ফজলুল কাদের, সদ্য বিদায়ী শিক্ষক এম.রেজাউল করিম, সাবেক বিদায়ী শিক্ষক লিটন কুমার চৌধুরী, সাবেক বিদায়ী শিক্ষক সৃজন কান্তি পাল, প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এম. বজলুল হক, সহ- সভাপতি আবু সাদেক সিটু, সাংগঠনিক সম্পাদক এম. দেলোয়ার হোসেন এফসিএস।

এতে অন্যান্যদের মধ্যে জালাল উদ্দীন, জাহাঙ্গীর আলম, মো. পারভেজ, আবু সাঈদ, ইমরান খোকন, মনির, মো. আলমগীর, তৌহিদুল ইসলাম, ইফতেখার, মিজান, শাহাদাত, ফাহিম, রিয়াজ, রাসেল, ইমন, সাগর উপস্থিত ছিলেন।