মীরসরাইয়ে মিনি কাভার্ড ভ্যানচাপায় মীরা রানী ভৌমিক (৫৩) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া মাজার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মীরা রানী ভৌমিক উপজেলার খৈয়াছাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
আহত দুই জন হলেন, অরুপ নাথ(১৮) ও স্বপন নাথ (৭০)। এদিকে স্বপন নাথের অবস্থার অবনতি হওয়ায় স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মিনার জানান, গাড়িতে উঠার জন্য যাত্রী ছাউনির পাশে দাঁড়িয়ে ছিলেন তারা। দুপুর দেড়টার দিকে চট্টগ্রামমুখী একটি মিনি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে তিন জনের মধ্যে ঘটনাস্থলেই মীরা রানী নিহত হন।
এ ঘটনায় গাড়ির চালককে আটক করা হয়েছে।







