ইংল্যান্ডের এম এন্ড সি সাচি গ্রুপের চট্টগ্রামের রাউজানে ইফতার সামগ্রী বিতরণ 

নিউজ ডেস্ক ::

 

পবিত্র রমজান মাস উপলক্ষে ইংল্যান্ডের ”এম এন্ড সি সাচি গ্রুপের” পক্ষ থেকে চট্রগ্রাম জেলার রাউজান উপজেলায় শতাধিক পরিবাররের মাঝে খাদ্য সামগ্রী (ইফতার আইটেম) বিতরণ করা হয়েছে। 

 

১৪ মার্চ শুক্রবার সকালে রাউজান উপজেলায় ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামের অসহায় দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোর মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয় । স্থানীয় তকি সিকদার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এম এন্ড সি সাচি গ্রুপের স্থানীয় নিয়োগ ব্যবস্থাপক সৈয়দ সহিদুল ইসলাম শাহেদের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ, সাংবাদিক ও সমাজসেবক কাজী সরোয়ার খাঁন মনজু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এম এন্ড সি সাচি গ্রুপের নিয়োগ ব্যবস্থাপক মো: ইকরাম উদ্দীন, সোবহান রেজা ।

উপস্থিত ছিলেন এম এন্ড সি সাচি গ্রুপের সদস্য আবদুল্লাহ আল মামুন, শাহাদাত রাশেদ, মো: মহিবুল ইসলাম শামীম, মো: মনিরুল ইসলাম, জয়নাল আবেদীন, কামাল উদ্দীন , আবু তাহের, শওকত হাফেজ রুবেল, দৌলত খাঁন, কায়সার হামিদ , ইফতাকার হোসেন ইফু, আজাদ, অজিম উদ্দীন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানের সভাপতি সৈয়দ সহিদুল ইসলাম শাহেদ বলেন, পবিত্র রমজান মাস সিয়াম পালনের মাধ্যমে আত্মশুদ্ধি লাভের মুসলমানদের জন্য আল্লাহ প্রদত্ত এক বিশেষ নিয়ামত । এ মাসের ফজিলত অন্যান্য মাসের চেয়ে অনেক বেশী । এ মাসে আমরা যে কোন ভাল কাজ হিসেবে অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি ।

তিনি আরো বলেন, পবিত্র এ রমজান মাসে ইংল্যান্ডের এম এন্ড সি সাচি গ্রুপের পক্ষ হতে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের জন্য উদ্যোগ গ্রহণ করা নি:সন্দেহে প্রশংসনীয় । এ সময় তিনি দাতব্য প্রতিষ্ঠান এম এন্ড সি সাচি গ্রুপ ও বাংলাদেশের নিয়োগ ব্যবস্থাপক জন লংম্যানকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং তার সহযোগিতার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন এবং এই কোম্পনীর সফলতা কামনা করেন ।