চট্টগ্রামে এক কিশোরকে ‘চোর’ সাজিয়ে গণপিটুনি দিল ছিনতাইকারীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মোবাইল ছিনতাইয়ে ব্যর্থ হয়ে এক কিশোরকে ‘চোর’ সাজিয়ে গণপিটুনি দিয়েছে ছিনতাইকারীরা। এ সময় গুরুতর আহত হয় ওই কিশোর। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

গত সোমবার মধ্যরাতে নগরীর চকবাজার বালি আর্কেডের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোর চকবাজার বালি আর্কেড মার্কেট থেকে বাসায় ফিরছিল। কিছু দূর যাওয়ার পর ছিনতাইকারীদের ১০ জনের একটি দল তার মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করলে দৌঁড় দেয় সে। এ সময় ছিনতাইকারীরা চোর বলে তাঁকে ধাওয়া দিয়ে মব তৈরি করে মারধর করে। পরে পালিয়ে নিরাপদে আশ্রয় নিয়ে পুলিশকে জানালে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে এই কিশোর।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির একুশে বুলেটিনকে বলেন, ‘সোমবার রাতে চকবাজার মোড়ে কয়েকজন মিলে এক ছেলেকে মারধর করে। অনেকে ছিনতাইকারীরা হামলা করেছে বলে আমাদের জানিয়েছে। এই ঘটনায় দুজনকে আটক করা হয়।’