প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের এক লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে ইফতার করবেন।
বুধবার (১২ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক ব্রিফিংয়ে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
তিনি জানান, আগামীকাল (বৃহস্পতিবার) বিকেল ৫টায় জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফরে আসছেন। শুক্রবার প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একই ফ্লাইটে কক্সবাজারে যাবেন। কক্সবাজারে ড. ইউনূস মডেল মসজিদ উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। অন্যদিকে, জাতিসংঘ মহাসচিব সেখান থেকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সন্ধ্যায় উভয়ে এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।