ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার

সিনিয়র করেসপন্ডেন্ট ::

 

হালনাগাদ শেষে বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

 

রোববার (২ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান।

 

এ সময় অন্য নির্বাচন কমিশনার ও ইসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রতি বছর ২ মার্চ জাতীয় ভোটার দিবসে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

 

হালনাগাদের আগে দেশে ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।

এদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন।

 

নারী ভোটার পাঁচ কোটি ৯৭ লাখ চার হাজার ৬৪১ জন। হিজড়া ভোটার ৯৩২ জন।

এদিকে হালনাগাদ শেষে পুরুষ ভোটার সংখ্যা দাঁড়াল ছয় কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন, নারী ভোটার ছয় কোটি তিন লাখ ৬৯ হাজার ৬৬৫ জন। আর হিজড়া ভোটার ৯৯৪ জন।