রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি, টাকা ও অস্ত্র লুট, ম্যানেজারকে অপহরণ

বান্দরবান প্রতিনিধি

ঘটনাস্থল থেকে রুমা থানার ওসি মোহাম্মদ শাহজাহান বলেন, ‘কারা এই হামলা করেছে এ ব্যাপারে আমরা যাচাই-বাছাই করছি। আর কত টাকা নিয়ে গেছে সে ব্যাপারে ভল্ট পরীক্ষা করে দেখতে হবে। ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তারা আসছেন। তারপর ভল্টে ঢুকে সেটা দেখা হবে।’

পার্বত্য জেলা বান্দরবানের রুমা উপজেলা সদরে সোনালী ব্যাংকে হামলা চালিয়ে টাকা ও আগ্নেয়াস্ত্র লুট করেছে একটি সশস্ত্র গোষ্ঠী। হামলাকারীরা ব্যাংকের ম্যানেজারকেও অপহরণ করে নিয়ে গেছে।

জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলা সদরের সোনালী ব্যাংকে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ অস্ত্রধারীরা কোটি টাকার বেশি নিয়ে গেছে। এছাড়া ব্যাংকের নিরাপত্তা রক্ষায় ব্যবহার করা ১৪টি আগ্নেয়াস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজার মো. নেজাম উদ্দিনকে অপহরণ করেছে ডাকাত দল।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে একদল সশস্ত্র ডাকাত হামলা চালিয়ে ব্যাংকটির গ্রিল ভেঙে লকারে থাকা টাকা ও নিরাপত্তায় ব্যবহৃত ১৪টি আগ্নেয়াস্ত্র লুট করে। এ সময় তারা ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. দিদারুল আলম জানিয়েছেন, ব্যাংকটিতে ডাকাতির ঘটনায় ১৪টি আগ্নেয়াস্ত্র লুট করা হয়েছে। ব্যাংক ম্যানেজারকে অপহরণ করা হয়েছে।

ঘটনাস্থল থেকে রুমা থানার ওসি মোহাম্মদ শাহজাহান বলেন, ‘কারা এই হামলা করেছে এ ব্যাপারে আমরা যাচাই-বাছাই করছি। আর কত টাকা নিয়ে গেছে সে ব্যাপারে ভল্ট পরীক্ষা করে দেখতে হবে। ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তারা আসছেন। তারপর ভল্টে ঢুকে সেটা দেখা হবে।’

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত