মসজিদুল হারামে শিশুর কান্না চোখ ভেজাল লাখো মানুষের

অনলাইন ডেস্ক

মুসলিম ধর্মাবলম্বীদের কাছে পবিত্রতম শহর সৌদি আরবের মক্কা। শহরটির মসজিদুল হারাম ঘিরে প্রতিবছর রমজানে থাকে উৎসবের আমেজ। এই মসজিদেই ইমামের নেতৃত্বে মোনাজাতের সময় কাঁদছিল একটি শিশু। তার কান্নার মর্মস্পর্শী ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা লাখ লাখ মানুষের চোখ ভিজিয়েছে।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সোমবার (১৮ মার্চ) মসজিদের ইমাম শেখ ড. আব্দুল রহমান আল সুদাইস যখন মোনাজাত করছিলেন : ‘হে আল্লাহ, আমাদের পাপ ক্ষমা করুন…’ ঠিক এমন সময় কাঁদছিল শিশুটি। যদিও যে স্থানে শিশুটিকে কাঁদতে দেখা যায় সেখানে মুসলিম ধর্মাবলম্বীরা প্রায় আবেগপ্রবণ হয়ে পড়েন যা ধর্মের প্রতি তাদের তীব্র আধ্যাত্মিক সংযোগ প্রতিফলিত করে।

উল্লেখ্য, মসজিদুল হারাম গ্রেট মস্ক অব মক্কা নামেও পরিচিত। পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে, এই ঘর মানবজাতির ইবাদতের জন্য নির্মিত প্রথম স্থাপনা। মসজিদটি ঘিরে রয়েছে মহানবী হজরত মুহম্মদ (সা.) ও তার প্রিয় সাহাবীদের স্মৃতিধন্য ইসলামের অনেক পবিত্র স্থান।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত