দেশজুড়ে দিনভর হতে পারে বৃষ্টি, থাকতে পারে জলোচ্ছ্বাস

সিনিয়র রিপোর্টার

আবহাওয়া ডটকমের বার্তায় বলা হয়,‘আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো হতে প্রাপ্ত পূর্বাভাস বিশ্লেষণ করে আশঙ্কা করা যাচ্ছে যে, আজ সকালে যে আবহাওয়া বিরাজ করছে বাংলাদেশের ওপরে, সেই রকম আবহাওয়া অব্যাহত থাকার প্রবল আশঙ্কা করা যাচ্ছে আগামী বুধবার সকাল পর্যন্ত।’

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারা দেশে সোমবার দিনভর বৃষ্টি ঝরার পাশাপাশি জলোচ্ছ্বাস অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া ডটকম।

আবহাওয়াবিষয়ক ওয়েবসাইটটি সকালে এক বার্তায় এ তথ্য জানায়।

বার্তায় বলা হয়, ‘আজ সোমবার সকাল আটটা বেজে ১০ মিনিটের সময়কার জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান চিত্রে দেখা যাচ্ছে যে, ঘূর্ণিঝড় রিমালের কারণে সৃষ্টি হওয়া ঘন মেঘের চাদরে ঢেকে আছে পুরো দেশে। কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান চিত্রে দেখা যাচ্ছে যে, ঘূর্ণিঝড় রিমালের ঘূর্ণমান মেঘের বৃত্তের বেশির ভাগ অংশ এখনও সমুদ্রের ওপরে অবস্থান করছে।

‘আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো হতে প্রাপ্ত পূর্বাভাস বিশ্লেষণ করে আশঙ্কা করা যাচ্ছে যে, আজ সকালে যে আবহাওয়া বিরাজ করছে বাংলাদেশের ওপরে, সেই রকম আবহাওয়া অব্যাহত থাকার প্রবল আশঙ্কা করা যাচ্ছে আগামী বুধবার সকাল পর্যন্ত।’

কোন বিভাগে কেমন বৃষ্টিপাত:

আবহাওয়া ডটকমের বার্তায় বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের সম্ভাব্য চিত্র তুলে ধরা হয়েছে।

খুলনা:

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ সারা দিন খুলনা বিভাগের বিভিন্ন জেলার ওপর মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

জেলার উপকূলীয় এলাকাগুলোতে আজ দিন ও রাতে জোয়ারের সময় স্বাভাবিকের চেয়ে পাঁচ থেকে সাত ফুট বেশি উঁচু জলোচ্ছ্বাস হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

বরিশাল:

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ সারা দিন বরিশাল বিভাগের সব জেলার ওপর মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

জেলার উপকূলীয় এলাকাগুলোতে আজ দিন ও রাতে জোয়ারের সময় স্বাভাবিকের চেয়ে পাঁচ থেকে আট ফুট বেশি উঁচু জলোচ্ছ্বাস হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

চট্টগ্রাম:

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ সারা দিন চট্টগ্রাম বিভাগের সব জেলার ওপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

জেলার উপকূলীয় এলাকাগুলোতে আজ দিন ও রাতে জোয়ারের সময় স্বাভাবিকের চেয়ে পাঁচ থেকে সাত ফুট বেশি উঁচু জলোচ্ছ্বাস হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

ঢাকা:

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ সারা দিন ঢাকা বিভাগের সব জেলার ওপর মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

আজ সারা দিন পদ্মা, মেঘনাসহ ঢাকা বিভাগের বড় বড় নদীগুলোতে পানি খুবই উত্তাল অবস্থায় থাকবে।

রাজশাহী:

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ সারা দিন রাজশাহী বিভাগের সব জেলার ওপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

আজ সারা দিন পদ্মা ও যমুনা নদীর পানি খুবই উত্তাল অবস্থায় থাকতে পারে উচ্চগতির বাতাসের কারণে।

রংপুর:

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ সারা দিন রাজশাহী বিভাগের সব জেলার ওপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

আজ সারা দিন পদ্মা ও যমুনা নদীর পানি খুবই উত্তাল অবস্থায় থাকতে পারে উচ্চগতির বাতাসের কারণে।

ময়মনসিংহ:

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ সারা দিন ময়মনসিংহ বিভাগের সব জেলার ওপর মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

শেরপুর ও নেত্রকোনা জেলার নদীগুলোতে পাহাড়ি ঢল নামার আশঙ্কা করা হচ্ছে।

সিলেট:

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ সারা দিন সিলেট বিভাগের সব জেলার ওপর ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টি অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার নদীগুলোতে পাহাড়ি ঢল নামার আশঙ্কা করা হচ্ছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত