ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা আজ পেশ করার কথা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত আরেক দেশ আয়ারল্যান্ডের। এর বাইরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ইচ্ছার কথা জানিয়েছে মাল্টা ও স্লোভেনিয়া।
ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির তারিখ ঘোষণা করবে স্পেন।
দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বুধবার এ তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছে আল জাজিরা।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা আজ পেশ করার কথা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত আরেক দেশ আয়ারল্যান্ডের। এর বাইরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ইচ্ছার কথা জানিয়েছে মাল্টা ও স্লোভেনিয়া।
এদিকে ইসরায়েল বলেছে, ফিলিস্তিন রাষ্ট্রকে ইউরোপীয় দেশগুলোর স্বীকৃতি চরমপন্থা ও অস্থিতিশীলতায় রসদ জোগাবে। একই সঙ্গে গাজার শাসক দল হামাস একে গুটি হিসেবে ব্যবহার করবে।
চলতি বছরের মে পর্যন্ত ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের ১৪৩টি।