মেসিকে ক্যাসিয়াসের খোঁচা, ‘তোমার জন্য বানানো ট্রফি তুমিই জেতো’

একুশে স্পোর্টস: একদিন পার হয়ে গেছে লিওনেল মেসির অষ্টম ফিফা দ্য বেস্ট ট্রফি জয়ের। তবে তারপরও চারদিকে থামছে না সমালোচনার ঝড়। অনেকেই দাবী তুলছেন আর্জেন্টাইন এই সুপারস্টার এই ট্রফি কোনো ভাবেই প্রাপ্য না। যেই তালিকায় যুক্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক গোলকিপার ইকার ক্যাসিয়াসও।

ক্যাসিয়াস মেসিকে খোঁচাও দিয়েছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে এক পোস্টে তিনি লিখেন, “আপনি কিছু সুন্দর পুরষ্কার তৈরি করেন এবং আপনি পারফর্ম না করে সেগুলি নিয়েও যান। ব্যাপারটা হাস্যকর, বেশ ভালো লাগে!”

অবশ্য ক্যাসিয়াস ছাড়াও মেসির সমালোচনায় মেতেছেন আরও বেশ কিছু সাবেক ফুটবলার। যেখানে রয়েছে জার্মানের কিংবদন্তী ফুটবলার লোথার ম্যাথাউসও। তিনি মেসিকে গত দুই দশকের সেরা প্লেয়ার মানলেও গত মৌসুমের সেরা প্লেয়ার হিসেবে মানতে নারাজ, “এবার পুরস্কারটি সে জিততে পারে না। আমার মতে সে গত ২০ বছরের সেরা ফুটবলার। কিন্তু সে প্যারিসে (পিএসজি) এবং (ইন্টার) মায়ামিতে খেলেছে। যেখানে সে আলোড়ন তৈরি করেছে, কিন্তু বড় কোনো শিরোপা জিততে পারেননি।“

যেই সময়টা ফিফা দ্য বেস্টের জন্য বিবেচনায় নেওয়া হয়েছে সে সময়টায় মেসির পারফরম্যান্স ছিল সাদামাটাই। একমাত্র শিরোপা পিএসজির হয়ে লিগ অ্যাঁ শিরোপা। অন্যদিকে ম্যানচেস্টার সিটির হয়ে আর্লিং হলান্ড ছিলেন দুর্দান্ত। নির্ধারিত সময়ে ৩২ ম্যাচে ২৮ গোল। সেই সাথে ইংলিশ ক্লাবটির ট্রেবল জয়ের অন্যতম নায়কও ছিলেন এই তারকা স্ট্রাইকার।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত