৮ম বারের মত সামাজিক সংগঠন “উৎসাহ” এর শীত বস্ত্র বিতরণ

আসুন সেবার হাত বাড়িয়ে দুঃখ দিই তাড়িয়ে” এই স্লোগানকে বুকে ধারণ করে ২০১৬ সাল থেকে বিভিন্ন ধরণের সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে উৎসাহ সামাজিক সংগঠন। তারই ধারাবাহিকতায়, “আপনাদের একটু সহযোগিতায়, ওদের রাত কাটবে উষ্ণতায়” এই স্লোগান এর আদলে ৮ম বারের মত উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় শীত বস্ত্র বিতরণ করেছে উৎসাহ সামাজিক সংগঠন।

১ম পর্যায়ে গত ১৪ জানুয়ারী ২০২৪ ইংরেজি তারিখে লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর বাজার, দক্ষিণ রুদ্রেশ্বর, দক্ষিন গোপাল রায় সহ আশেপাশের বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মধ্যে দারুস সালাম ঈদগাহ মাঠে সকাল ১০.০০ ঘটিকার সময় কম্বল বিতরণ করা হয়। ২য় পর্যায়ে ১৫ জানুয়ারী ২০২৪ খ্রিঃ তারিখে সকাল ১০.০০ ঘটিকায় ভোটমারী, মোল্লা পাড়া, নাককাটি ডাংগা, মইশামুড়ি, শোইলমারি, ভুইল্লারহাট সহ আশে পাশের এলাকার অসহায় শীতার্তদের মাঝে করিমপুর দাখিল মাদ্রাসা মাঠে কম্বল বিতরণ করা হয়, এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সুপার জনাব জাফর আলম, মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক সাব্বির আহমেদ।

উক্ত কম্বল বিতরণের প্রতিটি পর্যায়ে উপস্থিত ছিলেন উৎসাহ সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবক ফয়সাল চৌধুরী, সৈয়দ মাসুদুর রহমান, নুর আজম শিবলু, মো. সাদ্দাম হোসেন (নিহাল), ওমর সানি শুভ, মো. ফয়সাল খান, দিনাজপুর টিমের হারুনুর রশিদ প্রমুখ।

শীত বস্ত্র বিতরণকালে উৎসাহ সামাজিক সংগঠন এর সেচ্ছাসেবকরা বলেন, “আমরা সর্বদা যেন অসহায় সুবিধাবঞ্চিত মানুষকে সহযোগিতা করতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি আমাদের জন্য দোয়া করবেন। এবং যারা এই মহতি কাজে আর্থিকভাবে ও কম্বল বিতরণে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও অকৃত্রিম ভালবাসা।”

এছাড়া উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরোও সহযোগিতা করেন সাজু মিয়া, হাবিব, সাব্বির আহমেদ, আসাদুজ্জামান হিরা, মিল্লাত, মাহাবুর, জুনায়েদ, মুছা, মুক্ত, শুভ সহ এলাকার সেচ্ছাসেবকবৃন্দ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত