৩৬তম লা লিগা শিরোপা ঘরে তুলল রিয়াল

স্পোর্টস ডেস্ক

  • এদিকে, জিরোনার সঙ্গে ৪-২ গোলে হেরে তিনে নেমে গেছে বার্সা

শিরোপার লড়াইয়ে ঠিকঠাকই এগোচ্ছিল রিয়াল মাদ্রিদ। অপেক্ষা ছিল কেবল সময়ের। দ্বিতীয় অবস্থানে থাকা বার্সার হারে (জিরোনা ৪ : ২ বার্সা) অপেক্ষার প্রহর দীর্ঘায়িত করতে হলো না রিয়াল মাদ্রিদকে। চার ম্যাচ হাতে রেখেই লা লিগায় চ্যাম্পিয়ন কার্লো অ্যানচেলত্তির দল। এ নিয়ে প্রতিযোগিতায় ৩৬ বারের শিরোপা জিতল লস ব্ল্যাঙ্কোসরা।

শনিবার কাদিজকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল।

লা লিগায় দাপুটে ফুটবল খেলে রিয়াল মাদ্রিদ। তার প্রমাণ সবচেয়ে বেশিবার এই শিরোপা জয়। গত আসরে বার্সা তাদের চ্যাম্পিয়ন হয়। ক্লাব ইতিহাসের অন্যতম সেরা তারকা জাভি হার্নান্দেজ কোচ হয়ে এসে বার্সাকে নিয়ে দেখান চমক। তাতে অবশ্য রিয়াল হতাশ হয়নি। তাই শিরোপা বার্নাব্যুতে ফিরতে বেশি সময় লাগেনি।

স্প্যানিশ লিগ তো জেতা হলো। এবার মাদ্রিদের সামনে হাতছানি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার। সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্নের মাঠে ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছে তারা। দ্বিতীয় লেগ সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায়।

লিগের দৌঁড়ে অ্যানচেলত্তির শিষ্যরা খেলেছেন আশাতীত। ইনজুরিগ্রস্ত স্কোয়াড, জাত স্ট্রাইকারের অভাবকে সঙ্গী করেই মৌসুম শুরু করে তারা। তবে তাতে দলের ছন্দপতন হয়নি। এদিকে, কিছুটা টালমাটাল ছিল বার্সেলোনা। শনিবার জিরোনার সঙ্গে এগিয়ে থেকেও গুনে গুনে চার গোল হজম করে লিগ দৌড় থেকে ছিটকেই পড়ে তারা।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত