এই মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা। এক ম্যাচে প্রতিপক্ষ এল সালভাদর, আরেক প্রতিপক্ষ কোস্টা রিকা। এই দুই ম্যাচের জন্য ১৯ বছর বয়সী ভ্যালেন্তিন বার্কোকে নিয়ে স্কোয়াড।
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ২২ মার্চ সালভাদরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। লস অ্যাঞ্জেলসে কোস্টা রিকার বিপক্ষে ম্যাচটি ২৬ মার্চ।
দুই ম্যাচের জন্য লেফটব্যাক বার্কোতে আস্থা রাখছেন স্ক্যালোনি। গত জানুয়ারিতে বোকা জুনিয়র্স থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটনে যোগ দিয়েছিলেন বার্কো। তাকে ছাড়ার বিনিময়ে ইংলিশ ক্লাবটির কাছ থেকে ১০ মিলিয়ন ডলার পেয়েছে বোকা।
আর্জেন্টিনার দলে রয়েছেন প্রাণভোমরা লিওনেল মেসি। আক্রমণভাগে তার সঙ্গে আছেন অ্যাঞ্জেল ডি মারিয়া, হুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, লতারো মার্টিনেজ, নিকো গঞ্জালেস, আলেহান্দ্রো গারনাচো, ফাকুন্দো বোনানোত্তে ও ভ্যালেন্তিন কারবোনি।
মিডফিল্ডে আছেন বিশ্বস্ত রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টার, এঞ্জো ফার্নান্দেজ, এজাকুয়েল প্যালাসিউস, লেয়ান্দ্রো প্যারাদেস ও জিওভানি লো সেলসো। রক্ষণভাগের জন্য দলে জায়গা পেয়েছেন জারমান পাজেলা, নেহুয়েন পেরেজ, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, ত্যাগলিয়াফিকো, মারকোস সেনেসি, নাহুয়েল মলিনা ও ভ্যালেন্তিন বার্কো।
কাতার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা এমি মার্টিনেজও অবধারিতভাবে দলে স্থান পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ওয়াল্টার বেনিতেজ ও ফ্রাঙ্কো আরমানি।
আর্জেন্টিনা দল
এমি মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, ফ্রাঙ্কো আরমানি, জারমান পাজেলা, নেহুয়েন পেরেজ, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, ত্যাগলিয়াফিকো, মারকোস সেনেসি, নাহুয়েল মলিনা, ভ্যালেন্তিন বার্কো, রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টার, এঞ্জো ফার্নান্দেজ, এজাকুয়েল প্যালাসিউস, লেয়ান্দ্রো প্যারাদেস, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, হুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, লতারো মার্টিনেজ, নিকো গঞ্জালেস, আলেহান্দ্রো গারনাচো, ফাকুন্দো বোনানোত্তে, ভ্যালেন্তিন কারবোনি।