হিটস্ট্রোকে মাদারীপুরে ভাঙারি ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

  • কালকিনির পশ্চিম শিকারমঙ্গল এলাকায় রোববার বেলা আড়াইটার দিকে মারা যান ভাঙারি ব্যবসায়ী শাহাদাত সর্দার। আর বেলা ২টার দিকে ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে মারা যান কৃষক মোতালেব ঘরামী।

চলমান তাপপ্রবাহে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মাদারীপুরে ভাঙারি ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু হয়েছে। তারা হলেন- কালকিনি উপজেলার ৫৯ বছর বয়সী শাহাদাত সর্দার ও ডাসার উপজেলার ৭৫ বছর বয়সী মোতালেব ঘরামী।

কালকিনির পশ্চিম শিকারমঙ্গল এলাকায় রোববার বেলা আড়াইটার দিকে মারা যান ভাঙারি ব্যবসায়ী শাহাদাত সর্দার। আর বেলা ২টার দিকে ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে মারা যান কৃষক মোতালেব ঘরামী।

স্বজন ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, তারা দুজনই হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।

পরিবারের সদস্য ও ইউপি চেয়ারম্যান জানান, ডাসারের পূর্ব মাইজপাড়া গ্রামে বাড়ির পাশে জমিতে নিড়ানি দিতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন মোতালেব ঘরামাী। ওই অবস্থায় বাড়িতে আনার পরপরই তার মৃত্যু হয়। এ সময় তার পুরো শরীর ঘামে ভেজা ছিল।

অন্যদিকে ভাঙারি মালামাল সংগ্রহের জন্যে শিকারমঙ্গল এলাকা থেকে বের হন শাহাদাত সর্দার। দুপুরে শিকারমঙ্গল বাজারে প্রচণ্ড গরমে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে তাকে বাড়িতে নেয়ার পথেই মারা যান। তাদেরকে কোনো সরকারি হাসপাতালে নেয়া হয়নি।

কাজীবাকাই ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ হাওলাদার বলেন, ‘কৃষি কাজ করতে গিয়ে হিটস্ট্রোকে মোতালেব ঘরামীর মৃত্যু হয়েছে বলে আমার ধারণা। তবে ওদের পরিবার থেকে এ বিষয়ে কোনো কথা বলেনি।’

অন্যদিকে শাহাদাত সর্দারের চাচাতো ভাই জালাল সর্দার বলেন, ‘আমার ভাই প্রচণ্ড গরমে জ্ঞান হারিয়ে ফেলে। ধারণা করা যাচ্ছে, হিটস্ট্রোক করেই তিনি মারা গেছেন।’

কালকিনি ও ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি মৌখিক জেনেছেন বলে জানিয়েছেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত