রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। এর আগে স্বাস্থ্যগত কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য বুধবার রাতে হাসপাতালে যান তিনি। সেখানে মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় পৌঁছান তিনি। এর আগে রাত সাড়ে ৭টায় তিনি হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হন।
স্বাস্থ্যগত কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য বুধবার রাত ৭টার পর গুলশানের বাসা থেকে হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। সেখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিক্যাল বোর্ড তাকে দেখার পর হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয়।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন বৃহস্পতিবার দুপুরের দিকে বলেন, ‘ওনার বেশ কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তার রিপোর্টের ভিত্তিতে মেডিক্যাল বোর্ড তার চিকিৎসা সেবা দিচ্ছে। তাকে সিসিইউ থেকে কেবিনে নেয়া হয়েছে।’
এর আগে সবশেষ ৩১ মার্চ খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে সিসিইউতে রেখে তাকে চিকিৎসা দেয়া হয়। ওই দফায় তিনদিন হাসপাতালে ছিলেন তিনি।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন কারাবন্দি হন। দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন তিনি। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার সাজা ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দেয়। তখন থেকে ছয় মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।