এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন। ইতোমধ্যে মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তার ফুসফুসের পানি অপসারণ করা হয়েছে। তবে অবস্থার তেমন কোনো উন্নতি নেই।
রাজধানীর একটি হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন, তবে তার স্বাস্থ্যের তেমন কোনো উন্নতি নেই।
বিএনপির মিডিয়া সেল থেকে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন। গত শনিবার মধ্যরাতে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন। ইতোমধ্যে মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তার ফুসফুসের পানি অপসারণ করা হয়েছে। তবে অবস্থার তেমন কোনো উন্নতি নেই।
তিনি আরও জানান, বেশ কিছু পরীক্ষানিরীক্ষাও করা হয়েছে। সেসব পরীক্ষার রিপোর্ট নিয়ে মেডিক্যাল বোর্ড প্রতিদিনই বৈঠক করছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ৭৮ বছর বয়সী খালেদার সাজা কয়েক দফায় ছয় মাস করে স্থগিত করা হয়েছে সরকারের নির্বাহী আদেশে।
তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি ও ফুসফুস জটিলতাসহ নানা রোগে ভুগছেন।