দেশটির রাজনৈতিক উত্তরণ নিয়ে সোমবার জ্যামাইকায় বৈঠক করেন আঞ্চলিক নেতারা। এর পরই হেনরির পদত্যাগের বিষয়টি জানানো হয়।
ক্রমেই চাপ বেড়ে যাওয়া ও সহিংসতার প্রেক্ষাপটে পদত্যাগে রাজি হয়েছেন ক্যারিবিয়ান অঞ্চলের দেশ হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি।
ক্যারিবিয়ান কমিউনিটির চেয়ারম্যান মোহাম্মদ ইরফান আলীর বরাতে মঙ্গলবার এ তথ্য দিয়েছে বিবিসি।
দেশটির রাজনৈতিক উত্তরণ নিয়ে সোমবার জ্যামাইকায় বৈঠক করেন আঞ্চলিক নেতারা। এর পরই হেনরির পদত্যাগের বিষয়টি জানানো হয়।
বৈঠকের পর ইরফান আলী বলেন, হাইতিতে একটি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট পরিষদ প্রতিষ্ঠা ও অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর নামকরণে হেনরির পদত্যাগ নিশ্চিত করা হচ্ছে।
২০২১ সালের জুলাইয়ে সাবেক রাষ্ট্রপতি হত্যার শিকার হওয়ার পর থেকে হেনরি দেশটির নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি বর্তমানে পুয়ের্তো রিকোতে আটকা পড়েছেন, সশস্ত্র গ্যাং তাকে বাড়ি ফিরতে বাধা দিচ্ছে।
হাইতির অনির্বাচিত প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগের দাবি করে আসছিল রাজধানী পোর্ট-অ-প্রিন্সের সড়কগুলোর নিয়ন্ত্রণ নেয়া অস্ত্রধারী গ্যাংগুলো।