বিভিন্ন সময়ে শোবিজের বিভিন্ন তারকা ডিবি কার্যালয়ে গেছেন। এবার ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা নিপুণ আক্তার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেলেন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) অভিনেত্রী ডিবি কার্যালয়ে ফুল হাতে নিয়ে ডিআইজি হারুন অর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিকেল ৩টা নাগাদ ডিবি অফিসে পোঁছান তিনি। সেখান থেকে বের হন ৩টা ৫০ মিনিটে।
এদিকে ডিআইজি হারুন অর রশিদ তার ফেসবুক পেজে নিপুণের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লেখেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী ঢাকাইয়া সিনেমার নায়িকা নিপুন আক্তার আজ ডিবি কার্যালয় আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন।’
অন্যদিকে ওই পোস্টটি শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করেন অভিনেত্রী। এ ছাড়া ডিআইজি হারুন অর রশিদকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
ডিবিতে নিপুণের যাওয়াকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। তবে নিপুণ ডিবি কার্যালয়ে থেকে বের হয়ে বলেন, ব্যক্তিগত কারণে তিনি সেখানে গেছেন। এটি ছিল সৌজন্য সাক্ষাৎ।
ধারণা করা হচ্ছে, আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে কেউ যেন প্রভাব বিস্তার না করতে পারে সে কারণেই ডিবিপ্রধানের সঙ্গে নিপুণের এই সাক্ষাৎ। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে ভোটযুদ্ধে অংশ নেবেন তিনি। আগামী ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ ছাড়া একই দিন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ডিবি কার্যালয়ে উপস্থিত হন। কেননা বুধবার তাকে বইমেলা থেকে ভুয়া ভুয়া বলে বের করে দেয়া হয়েছিল।