কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বুধবার বেলা পৌনে তিনটার দিকে নিউজবাংলাকে বলেন, ‘দস্যুদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, তবে এখনও আলোচনা হয়নি। তাদের সঙ্গে আলোচনা হলে বিস্তারিত জানাতে পারব।’
ভারত মহাসাগরে গত ১২ মার্চ ‘এমভি আবদুল্লাহ’ নামের বাংলাদেশি জাহাজের নিয়ন্ত্রণ নেয়া জলদস্যুদের সঙ্গে মালিকপক্ষ কবির গ্রুপের যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বুধবার বেলা পৌনে তিনটার দিকে নিউজবাংলাকে বলেন, ‘দস্যুদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, তবে এখনও আলোচনা হয়নি। তাদের সঙ্গে আলোচনা হলে বিস্তারিত জানাতে পারব।’
ভারত মহাসাগর সংলগ্ন দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে ১২ মার্চ সংযুক্ত আরব আমিরাত যাচ্ছিল কবির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেডের মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ। পথে ভারত মহাসাগরে বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে জাহাজটির নিয়ন্ত্রণ নেন সোমালি জলদস্যুরা।
জাহাজটিতে ৫৫ হাজার টন কয়লা আছে। এতে থাকা ২৩ ক্রুর সবাই বাংলাদেশি।
জাহাজটির অবস্থান এখন কোথায়:
পরিবারের সঙ্গে যোগাযোগ না থাকলেও জলদস্যুদের নিয়ন্ত্রণে থাকা জাহাজটির সবশেষ অবস্থান মনিটর করছে বাংলাদেশ। বাংলাদেশ নৌপরিবহন অধিদপ্তরের পাশাপাশি বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন তথা বিএমএমওএও জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণ করছে।
জলদস্যুরা এরই মধ্যে জাহাজটিকে নিয়ে কয়েক দফায় ভারত মহাসাগরে স্থান পরিবর্তন করেছে।
জাহাজটির এ গতিপথ ও অবস্থান দেখে বিএমএমওএ বলছে, নিয়ন্ত্রণে নেয়ার পর প্রথমেই জলদস্যুরা বাংলাদেশি পতাকাবাহী জাহাজটিকে দেড় দিনের মাথায় সোমালিয়া উপকূলের কাছাকাছি নিয়ে যায়।
জলদস্যুদের কবলে পড়ার পরের দিন বুধবার এটি ছিল সোমালিয়ার রাজধানী মোগাদিসু উপকূলের কাছাকাছি অবস্থানে। পরবর্তী সময়ে সেটিকে আরও উত্তর দিকে সরিয়ে প্রথমে নেয়া হয় গারদাকে।
এরপরই ভারতীয় নৌবাহিনী জাহাজটি ঘিরে নজরদারি বাড়ালে সেটি আবারও সরিয়ে নেয়া হয় গদবজিরান উপকূলে।
তিন দিন ধরে জাহাজটি একই জায়গায় নোঙর করা ছিল বলে জানায় বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন। তাদের ভাষ্য, জাহাজটি গদবজিরান শহর থেকে ৪ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে।
অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী মঙ্গলবার বলেন, ‘এমভি আব্দুল্লাহ যে জায়গায় ছিল গত তিন দিন ধরে সেখানেই আছে। আমরা আশা করছি এখানে থেকেই তারা মালিকপক্ষের সঙ্গে দেনদরবার শুরু করবে।’