যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, তার প্রশাসন আরও ৩০ হাজার ফিলিস্তিনির মৃত্যু দেখতে চায় না।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধে ইসরায়েলকে সীমা বেঁধে দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমেরিকার মিত্র দেশটিকে কখনও ছেড়ে যাবেন না তিনি।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এমএসএনবিসিকে দেয়া বৈপরিত্যপূর্ণ ও গোলমেলে এক সাক্ষাৎকারে বাইডেন এ কথা বলেন বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।
স্থানীয় সময় শনিবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে বাইডেন বলেন, গাজার রাফাহ শহরে হামলা হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য সীমা (যা তিনি অতিক্রম করতে পারবেন না)।
ওই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, তিনি কখনও ইসরায়েলকে ছেড়ে যাবেন না।
ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আয়রন ডোমের প্রসঙ্গ টেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের প্রতিরক্ষার বিষয়টি এখনও ব্যাপক গুরুত্বপূর্ণ। এ কারণে ইসরায়েলে অস্ত্র পাঠানো একেবারে বন্ধের ক্ষেত্রে কোনো সীমা নেই। নিজেদের রক্ষার জন্য তাদের কাছে আয়রন ডোম থাকবে না, এমনটি করা যাবে না।
বাক্য শেষ না করে বাইডেন আরও বলেন, ‘কিন্তু সীমা আছে যা তিনি (নেতানিয়াহু) যদি অতিক্রম করেন…।’
ওই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, তার প্রশাসন আরও ৩০ হাজার ফিলিস্তিনির মৃত্যু দেখতে চায় না।
নেতানিয়াহুর সমালোচনা করে বাইডেন বলেন, ইসরায়েলকে সাহায্যের চেয়ে বেশি ক্ষতি করছেন প্রধানমন্ত্রী। গাজায় নিরীহ মানুষের প্রাণহানির বিষয়ে তার আরও নজর দেয়া উচিত।