সারাদেশেই হতে পারে কালবৈশাখী, ৩ দিনের সতর্কবার্তা

বুলেটিন ডেস্ক

  • কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে

 

আগামী ৭২ ঘণ্টায় সারাদেশের যে কোনো স্থানে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য তিন দিনের সতর্কবার্তা জারি করা হয়েছে।

বুধবার (৮ মে) বিকেলে আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ স্বাক্ষরিত ওই সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের আট বিভাগেই আগামী ৭২ ঘণ্টায় কালবৈশাখী হতে পারে।

কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশে মার্চ থেকে মে মাস পর্যন্ত হওয়া বজ্রঝড়কে কালবৈশাখী বলা হয়। সবচেয়ে বেশি কালবৈশাখী হয় মে মাসে। এ ঝড়ের সময় বজ্রপাত হয়ে থাকে। আবার শিলাবৃষ্টিও হয়।

টানা তাপপ্রবাহের মধ্যে আবহাওয়া কিছুটা সহনীয় হতে শুরু করেছে। তাপপ্রবাহের মধ্যেই গত রবিবার পরবর্তী তিন দিনের জন্য কালবৈশাখীর সতর্কবার্তা জারি করে আবহাওয়া অধিদপ্তর। এরপর দেশের বেশ কিছু জায়গায় কালবৈশাখী ঝড় দেখা যায়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত