বিপিএলের লিগ পর্ব পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শেষ করেছিল রংপুর রাইডার্স। কিন্তু প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে যায় তারা। সুযোগ ছিল দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে ফাইনালের টিকিট কাটার। কিন্তু পারলেন না সাকিব-সোহানরা। শ্বাসরূদ্ধকর ম্যাচে রংপুরকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে তামিম ইকবালের বরিশাল।
দুর্দান্ত এই জয়ের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বরিশালের ভাষায় পোস্ট করেছেন দলটির অধিনায়ক। লিখেছেন, ‘মনুরা কেমন আছো?
বুধবার (২৮ ফেব্রুয়ারি) রংপুর-বরিশালের মধ্যকার ম্যাচে দলীয় লড়াই ছাপিয়ে আলোচনায় ব্যক্তিগত দ্বৈরথ। মাঠের ক্রিকেটের বাইরে এখন নানা কিছুতে সাকিব-তামিমের মধ্যে চলছে চাপা লড়াই। লিগ পর্বে সাকিব আক্রমণে আসতেই প্রথম বলে আউট হয়েছিলেন তামিম। তখন সাকিব স্বভাবসুলভ ভঙ্গিতে উদযাপন করেছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে সাকিব আউট হওয়ার পর দেখা গেলো তামিমকে বামহাতি অলরাউন্ডারের উদযাপন অনুকরণ করতে। তার মুখাবয়বে দেখা যায় বিদ্রুপের ছাপও। এসব লড়াই ভক্ত, সমর্থকদের মধ্যেও ছড়িয়ে পড়ে। স্টেডিয়ামের গ্যালারিতে এ জন্য প্রতিপক্ষের দুয়োধ্বনিও শুনতে হচ্ছে তাদের। বুধবারও এর ব্যতিক্রম হয়নি।