শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নতুন তথ্য দিলেন নিপুণ

বিনোদন ডেস্ক

সামনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এরই মাঝে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নতুন খবর জানালেন ঢালিউড চিত্রনায়িকা নিপুণ আক্তার। সংবাদমাধ্যমে নিপুণ জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতেই শুরু হতে চলেছে শিল্পী সমিতির নির্বাচন কার্যক্রম।

সংগঠনটির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে জয়ী প্রার্থীদের মেয়াদ শেষের পথে। তাই নির্বাচনী হাওয়া বইছে এবার চলচ্চিত্রাঙ্গনেও। আসন্ন শিল্পী সমিতির নির্বাচন প্রসঙ্গে রোববার (৩ ডিসেম্বর) দুপুরে শিল্পী সমিতির অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় আসন্ন নির্বাচন প্রসঙ্গে কথা বলেন চিত্রনায়িকা।

নিপুণ বলেন, বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষের দিকে। তাই নতুন বছরের ৮ ফেব্রুয়ারির মধ্যে আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
নিপুণ আরও বলেন, জাতীয় নির্বাচনের কারণে এখন তফসিল ঘোষণা করা হবে না। তাই জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে শিল্পী সমিতির আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

এ নির্বাচনে অনেক চমক থাকবে বলেও জানান নিপুণ। তবে সেই চমক সম্পর্কে এখনই কিছু বলতে নারাজ নায়িকা। এদিকে জানা গেছে, এবারের শিল্পী সমিতির নির্বাচনে চলচ্চিত্রের দাপুটে খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলও অংশ নেবেন। শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে লড়বেন তিনি। বর্তমানে এই পদে বহাল রয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত