রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৯

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড়ধসে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১৯ জুন) সকালে ৯ ও ১০ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিম হোসেন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

ওসি জানান, রাতভর ভারি বৃষ্টিপাতের কারণে ক্যাম্পের ৯ ও ১০ নম্বর পাহাড়ধসের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ৯ জন চাপা পড়েছে বলে জানা গেলেও কারো নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত