রাজধানীতে ৬ টাকা কেজি বেগুন বিক্রি করছে বিদ্যানন্দ

নিজস্ব প্রতিবেদক

চলতি রমজান উপলক্ষ্যে রাজধানীতে সবজি বিক্রি শুরু করছে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘এক টাকার আহার’। শনিবার (২৩ মার্চ) বিদ্যানন্দের ‘এক টাকার আহার’ এর ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানা যায়।

ওই পোস্টে বলা হয়, ‘সাবসিডি নাই এবারের পণ্যে, যে রেটে কিনছি সে রেটে ছেড়ে দিচ্ছি। শুধু শ্রম আর পরিবহণ আমাদের কাঁধে। মধ্যবিত্ত থেকে শুরু করে যে কোনো প্রাপ্ত বয়স্ক মানুষ বাজার করতে পারবেন ঢাকার মিরপুরে বিদ্যানন্দের এই আয়োজন থেকে’।

সেখানে প্রতি কেজি সবজির দাম ও সর্বোচ্চ পরিমাণ নির্ধারণ করা হয়েছে। বেগুন প্রতি কেজি ৬ টাকা, সিম প্রতি কেজি ১০ টাকা, করলা প্রতি কেজি ১১ টাকা, লাউ ১২ টাকা পিস এবং মিষ্টি কুমড়া ১৬ টাকা পিস। একজন ব্যক্তি সর্বোচ্চ আট কেজি সবজি কিনতে পারবেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ডিসেম্বরে ‘পড়বো, খেলবো, শিখবো’ স্লোগান নিয়ে নারায়ণগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের পড়ালেখার সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে বিদ্যানন্দ ফাউন্ডেশনের গোড়াপত্তন করেন কিশোর কুমার দাশ। পরবর্তীকালে ২০১৬ সালে ফেনীতে ‘এক টাকায় আহার’ প্রকল্পের আওতায় ২ হাজার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্য বিতরণ কার্যক্রমের মাধ্যমে আলোচনায় আসে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত