সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া এখন চট্টগ্রামে। নগরের মোহরা কালুরঘাট এলাকায় একটি সুইডিশ প্রকল্প পরিদর্শন এবং সার্সন রোডে এশিয়ান ওমেন ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কথা। তাঁর চলাচল ঘিরে নগরের টাইগারপাস, ওয়াসা, দুই নম্বর গেট, মুরাদপুর, জিইসি মোড়সহ আশপাশের এলাকায় ‘রাজকীয়’ যানজটের সৃষ্টি হয়। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েন নগরবাসী।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ গণমাধ্যমকে বলেন, ‘সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া চট্টগ্রামে এসেছেন। নগরের কালুরঘাট এবং সার্সন রোডে এশিয়ান ওমেন ইউনিভার্সিটির আলাদা দুটি অনুষ্ঠানে তিনি যোগ দিচ্ছেন। তাঁর যাতায়াতের সুবিধার্থে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে। ইফতারের আগে আশাকরি যান চলাচল স্বাভাবিক হবে।’
যানজটে বাসে বসতে বসতে বিরক্ত যাত্রী হুমায়রা বলেন, ‘বিকেল ৩টার দিকে বহদ্দারহাট যাওয়ার কথা। সেই ২টার দিকে বারেক বিল্ডিং থেকে বাসে উঠে এখন সাড়ে ৩টা বাজে। এখনো দেওয়ানহাটই পার হতে পারিনি। পুরো রাস্তায় জ্যাম। মনে হচ্ছে ইফতারটা রাস্তাতেই করা লাগবে।’
১০ নম্বর রুটের বাসচালক মো. হাসান বলেন, ‘যেখানে ঘণ্টায় কম করে হলে ২টা ট্রিপ দিতে পারি, আজকে একটাও শেষ করতে পারিনি। রাস্তার যে অবস্থা আজকে আর বিকেলের ট্রিপ (পোশাক কারখানার শ্রমিকদের যাতায়াতের বাস) মারতে পারবো না। কেন যে এতো জ্যাম জানি না। জানলে বাস নিয়ে বেরই হতাম না।’
যানজট প্রসঙ্গে জিইসি মোড়ে কথা হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের টিআই (অ্যাডমিন) মো. কামাল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশনা এসেছে যে, উনাকে (সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া) প্রধানমন্ত্রীর চেয়েও যাতে বেশি প্রটোকল দেওয়া হয়। আর এ কারণে আজ শহরে একটু যানজট বেশি।’
উল্লেখ্য, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে চারদিনের সফরে বাংলাদেশে এসেছেন সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী জোহান ফরসেল এবং ইউএনডিপির সহকারী মহাসচিব উলরিকা মোদের। সোমবার (১৮ মার্চ) সকালে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।