রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে

অনলাইন ডেস্ক

  • চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে আগামী ১২ মার্চ থেকে রোজা শুরু হতে পারে।

 

আসন্ন রমজান মাসে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিসের জন্য সময়সূচি নির্ধারণ করেছে সরকার।

এই মাসে সরকারি-আধা সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। জোহারের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা বিরতি থাকবে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদের বৈঠকে অফিসের এই সময়সূচি নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “ রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিসের জন্য এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রোজার মাসে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অফিসের এই সময়ের মধ্যে সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।”

তবে ব্যাংক, বীমা, হাসপাতাল, ডাকঘর, রেলওয়ে ও অন্যান্য স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান নিজস্ব পদ্ধতিতে অফিস সূচি নির্ধারণ করবে বলে জানান তিনি।

চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে আগামী ১২ মার্চ থেকে রোজা শুরু হতে পারে। রোজা শুরুর দিন থেকে সরকারি অফিসে নতুন সূচি শুরু হবে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত