প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে রোববার চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বক্তব্যে মূল্যস্ফীতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পৃথিবীতে এখন এমন এমন দেশ আছে, যেখানে মূল্যস্ফীতি ৪০ ভাগও আছে। এ রকম বহু দেশ এখন বিরাজমান। বাংলাদেশও এর থেকে দূরে না। যদিও বাংলাদেশের মূল্যস্ফীতি এখনও ১০ ভাগের নিচেই আছে, কিন্তু তার পরও এটা একটা সমস্যা রয়ে গেছে। তো সেদিকে আমাদের সব থেকে লক্ষ রাখতে হবে যে, আমাদের বাজার পরিস্থিতি কেমন।’
আসন্ন রমজানে যেসব ব্যবসায়ী বাড়তি মুনাফার উদ্দেশ্যে পণ্য মজুত করেন, তাদের ওপর নজর রাখার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে রোববার চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেয়া বক্তব্যে তিনি এ তাগিদ দেন।
বক্তব্যে মূল্যস্ফীতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পৃথিবীতে এখন এমন এমন দেশ আছে, যেখানে মূল্যস্ফীতি ৪০ ভাগও আছে। এ রকম বহু দেশ এখন বিরাজমান। বাংলাদেশও এর থেকে দূরে না। যদিও বাংলাদেশের মূল্যস্ফীতি এখনও ১০ ভাগের নিচেই আছে, কিন্তু তার পরও এটা একটা সমস্যা রয়ে গেছে। তো সেদিকে আমাদের সব থেকে লক্ষ রাখতে হবে যে, আমাদের বাজার পরিস্থিতি কেমন। আর তা ছাড়া সামনে রোজা আসবে।
‘এই রমজান মাসে আমাদের কিছু কিছু ব্যবসায়ী থাকেন সবসময় মজুতদারি করে যারা দাম বাড়িয়ে কিছু মুনাফা লুটতে চায়। তো সেদিকে বিশেষভাবে নজর আমাদের দিতে হবে। কারণ এটা আশু করণীয় একটা কাজ আমাদের সামনে যে, কোথাও যেন এভাবে, মানে কোনো ভোক্তাদের কোনো রকম হয়রানি হতে না হয়। সেদিকে দৃষ্টি দিতে হবে।’
পণ্য উৎপাদন বৃদ্ধি ও স্বনির্ভরতার ওপর জোর দিয়ে সরকারপ্রধান বলেন, ‘আমাদের দেশে উৎপাদন বাড়াতে হবে। পরনির্ভরশীলতা আমাদের কমাতে হবে এবং এটা যে আমরা করতে পারি, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা প্রমাণ করেছি।’